বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
১১৬ Views

            ষ্টাফ রিপোর্টার\ লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, পরিচালনা পর্ষদের সদস্য আলিম উল্লাহ, মনির হোসেন, এড. ফারজানা তাজরীন আলম চৌধুরী, সুমন চন্দ্র দেবনাথ, আবুল কাশেম, শিমুল কুমার সিংহ।

            অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক প্রমুখ।             অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় ফুল এবং মেডেল দেয়া হয়। এছাড়া ২০২৪ সালে উপজেলা পর্যায়ে অত্র বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় এবং বিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ অভিভাবককে ক্রেস্ট প্রদান করা হয়।

            প্রধান অতিথি মহব্বত আলী বলেন, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র বিদ্যালয় লেখা পড়ায় ভালো ফলাফল করার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির মাধ্যমে অবদান রাখার আশ্বাস ব্যক্ত করেন।

            পরবর্তীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন।

Share This

COMMENTS