মনোহরগঞ্জে ব্যবসায়ীদের সাথে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম. আনোয়ারুল আজিম উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। মত বিনিময়কালে কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম বলেন, দেশ স্বেরশাসক থেকে মুক্ত হয়েছে। স্বেরশাসকের পতনে মধ্য দিয়ে দেশে শান্তি ও মানুষ অধিকার ফিরে পেয়েছে। এখন সময় দেশকে এগিয়ে নেয়ার। এসময় তিনি লাকসাম-মনোহরগঞ্জে কোন বাজারে আর কাউকে চাঁদাবাজি, দখলদারিত্ব করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন।
গত শনিবার বিকালে নবগঠিত মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন, নবগঠিত ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু। এ সময় ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিমকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও যুবদল নেতা হাসান পাটোয়ারির উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সহ-সভাপতি আবুল বাশার কিরন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ মঞ্জুর হোসেন, নাথেরপেটুয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন বাপন, মনোহরগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাও. আব্দুল হাই বাবুল, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, ব্যবসায়ী আলী আশ্রাফ, জসিম উদ্দিন চৌধুরী, মাছুম বিল্লাহ, ঝলম উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোজাম্মেল হোসেন, যুবদল নেতা মনির হোসেন, আলাউদ্দিন, চান মিয়া প্রমুখ।
এসময় বাজারের নিরাপত্তা, সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বশীলরা।