বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অক্টোবর মাসের আগে ভাঙা রাস্তা মেরামত, সরানো হবে পুরনো বাসঃ উপদেষ্টা রিজওয়ানা

অক্টোবর মাসের আগে ভাঙা রাস্তা  মেরামত, সরানো হবে পুরনো  বাসঃ উপদেষ্টা রিজওয়ানা
Views

            নিজস্ব প্রতিনিধি\ আগামী অক্টোবরের আগে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত ও পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াইশ’ বাস কেনা হবে। বিআরটিএ’র মাধ্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।

            গত সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

            তিনি আরো বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিল্ড জোন’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার।

            ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

Share This

COMMENTS