
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯ অটোরিকশা চালককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯ সিএনজিচালিত অটোরিকশা চালককে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কুমিল্লা শাখার মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কুমিল্লা-মিরপুর সড়কে সিএনজিচালকেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, যাত্রী হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।