রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা
৩৯ Views

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র–ন্যায়বিচারের সংগ্রামী কণ্ঠস্বর নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

অন্তবর্তী সরকারের ফেসবুক ভেরিফাইড পেজ Chief Adviser GOB আজকের এক পোস্টের মাধ্যমে এ নিন্দা জানানো হয়। পোস্টে বলা হয়, এই হামলা কেবল জনাব নুরুল হক নূরের ওপরই নয়, বরং ন্যায়বিচার ও জবাবদিহিতার ঐতিহাসিক সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে। জড়িত ব্যক্তি প্রভাবশালী বা উচ্চপদস্থ যেই হোক না কেন, কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিচার নিশ্চিত করা হবে।

তাৎক্ষণিকভাবে নূরুল হক নূর এবং তাঁর দলের আহত সদস্যদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার আরও জানায়, এই সংকটময় সময়ে নুরুল হক নূর, তাঁর সহকর্মী এবং তাঁদের পরিবারের প্রতি পুরো জাতির প্রার্থনা ও সংহতি রয়েছে।

সরকার স্মরণ করিয়ে দেয়, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূরের ঐতিহাসিক ভূমিকা ছিল। ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, ভিন্নমতকে একত্র করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। জুলাই অভ্যুত্থান চলাকালে তাঁকে গ্রেপ্তার করে নির্যাতন করা হলেও, তাঁর সাহস ও আত্মত্যাগ স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক হয়ে আছে।

অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও সামাজিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অর্জন রক্ষার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আশ্বস্ত করেছে যে, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

সরকার স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণের ইচ্ছাই জয়ী হবে—গণতন্ত্রের পথে কোনো অশুভ শক্তিকে বাধা দিতে দেওয়া হবে না।

Share This