বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবাধ, নিরপেক্ষ ও সবার বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

অবাধ, নিরপেক্ষ ও সবার বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

৮৫ Views

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সবার সহযোগিতা নিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান।

নাসির উদ্দীন আরও বলেন, নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার চলমান প্রক্রিয়ার অংশ। তিনি ভোটার তালিকা তৈরির গুরুত্ব উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া নির্বাচন ব্যবস্থার সংস্কারে কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সঠিকভাবে প্রণয়ন না হলে কার্যক্রম এলোমেলো হয়ে যেতে পারে। তিনি আশা করেন, ডিসেম্বরে সংবিধান সংস্কার প্রক্রিয়ার সুপারিশ পাওয়া যাবে।

নির্বাচনের তারিখ সম্পর্কে সিইসি বলেন, কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দায়িত্ব বুঝে নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোতে চান।

Share This