শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব
২৯৪ Views

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যত দিন ক্ষমা না চায়, নেতৃত্ব বিচারের আওতায় না আসে এবং জবাবদিহিতার মধ্যে না আসে, তত দিন তাদের কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি। এর আগে, সকালে নিজের ফেসবুক পোস্টেও এ বিষয়ে মন্তব্য করেন।

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ অনেকে জুলাই মাসের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে শিশু-কিশোরদের হত্যা করা হয়েছে, শত শত মানুষ অন্ধ ও পঙ্গু হয়ে গেছে। অথচ আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যে তিন হাজার পুলিশ নিহত হয়েছে। এটি চরম মিথ্যাচার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগকে যত দিন না বিচারের মুখোমুখি করা হচ্ছে, তত দিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। আগে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। সরকারের অবস্থান স্পষ্ট ও অটল।”

Share This