আখেরি চাহার শোম্বা ১৩ই সেপ্টেম্বর


৪৫৫ Views
ষ্টাফ রিপোর্টার\ গত শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে ২৭শে সফর অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে সফর মাস গণনা শুরু হয়। সেই হিসাবে আগামী ২৭শে সফর অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।