শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীকাল প্রকাশ পাবে সাড়ে ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা

আগামীকাল প্রকাশ পাবে সাড়ে ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা
২৫৮ Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ৪ আগস্ট ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত, এবং ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের নাম কর্তনের তালিকাও প্রকাশ পাবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর নতুন নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ভোটারদের নাম কর্তন, ভোটার স্থানান্তর বা তথ্য সংশোধনের আবেদন করার শেষ সময় ২১ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশিত হবে সম্পূরকসহ চূড়ান্ত ভোটার তালিকা।

গত ২১ জুলাই সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার।

Share This