বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী রোববার নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ

আগামী রোববার নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ

১৫৩ Views

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার (ইসি) আগামী রোববার দুপুরে শপথ গ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, শপথ অনুষ্ঠান রোববার বেলা দেড়টায় অনুষ্ঠিত হতে পারে। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়। তাঁর সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন:

  • সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার
  • অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ
  • সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের এই নিয়োগ দিয়েছেন।

Share This