বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ১লা জানুয়ারি বয়স ১৮ হলেই ভোটার হওয়ার আহ্বান ইসির

আগামী ১লা জানুয়ারি বয়স ১৮ হলেই  ভোটার হওয়ার আহ্বান ইসির
২১২ Views

            ষ্টাফ রিপোর্টার\ আগামী ১লা জানয়ারি যাদের বয়স ১৮ বছর হবে বা ইতিমধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে কিন্তু তারা ভোটার হননি, তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।

            গত সোমবার (৯ই ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ১লা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন, তাদের সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

            আইন অনুযায়ী, প্রতিবছর ২রা জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

Share This