আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ
ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। চোর চক্রের মূলহোতার তথ্য অনুযায়ী চুরি হওয়া ৭টি সিএনজি, ৬টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডাঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ, কুমিল্লা সদরের মাহবুবের ছেলে মোঃ জালাল উদ্দিন, লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিছির আহাম্মদের ছেলে মোঃ অহিদুর রহমান, নবীনগর উপজেলার বারাইল গ্রামের মৃত কালু মিয়ার ছেলে নাসির উদ্দিন, ভোলাচং গ্রামের মৃত সোরাফ মিয়ার ছেলে মোঃ সোহেল, মোলাকান্দি গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ তৌকির হোসেন, চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আবু তাহের, দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ফজলু মিয়া, হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ বাবুল সরকার, খুলনা জেলার তেরগাদা উপজেলার আদমপুর গ্রামের মৃত জালালুদ্দিনের ছেলে মোঃ ইমদাদুল হক, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কায়ামারি গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ রোকনুজ্জামান।
পুলিশ সুপার জানান, গ্রেফতার চোর চক্রের সদস্যরা কুমিল্লার বিভিন্ন স্থান হতে সিএনজিচালিত অটো রিকশা, ব্যাটারিচালিত অটো রিকশা ও মোটরসাইকেল কৌশলে চুরি করতো। পরে চোরাই গাড়িগুলো গ্যারেজে এনে নম্বর প্লেট খুলে, বডি ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করে। গত ১৭ই আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা হতে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। পরে সিএনজি চালক মামলা করলে সেই মামলার সূত্র ধরে চোরচক্রের মূল হোতা হেদায়েত উল্লাহকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যমতে গত বুধবার দিবাগত রাতে আন্তঃজেলা চোর চক্রের আরো ১১ সদস্যকে গ্রেফতার এবং চুরি হওয়া ৭টি সিএনজি, ৬টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়–য়া।