মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানি
২৯ Views

পাকিস্তান সীমান্তঘেঁষা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনারে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে তালেবানশাসিত আফগানিস্তানের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম আরটিএ–র বরাতে দোহাভিত্তিক আল–জাজিরা জানায়, মৃতের সংখ্যা অন্তত ৫০০। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

ভূমিকম্পের পরপরই নানগারহার ও কুনারে অন্তত ১৩ বার পরাঘাত অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানান। তাঁদের একজন, ২৮ বছর বয়সী পোলাদ নূরি বলেন, ‘এমন শক্তিশালী ভূমিকম্প আমি জীবনে আগে কখনো দেখিনি।’

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে জানা গেছে, শুধু একটি গ্রামেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে তালেবান সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আকাশপথে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share This