বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে ১০০ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ

আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে ১০০ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ
৭৭ Views

স্বনামধন্য আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড-এ ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর-টোব্যাকো)’ পদে ১০০ জন পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখ ও স্থানে সরাসরি উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নাম আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড। নিয়োগ দেওয়া হবে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর-টোব্যাকো) পদে, মোট ১০০ জনকে। প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এ পদে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১২,০০০ টাকা। পাশাপাশি কেপিআই ও সেলস ফোর্স মোটিভেশনাল প্রোগ্রামসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থী হতে হবে পুরুষ, এবং বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর। কর্মস্থল হিসেবে দেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বিভিন্ন স্থানে নির্ধারিত তারিখ ও সময়ে।
৭ অক্টোবর ২০২৫ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে চট্টগ্রামের আবুল খায়ের ভেজিটেবল অয়েল মিল, ৭/৮, নাসিরাবাদ আই/এ, রুবি গেইট, বায়েজিদে; ঢাকার গুলশান-২ এ অবস্থিত নাভানা এফ এস কসমো ভবনে; এবং কক্সবাজারের পেকুয়ায় চৌমুহনী জনতা ব্যাংকের পিছনে নিচতলায়।

৮ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাক্ষাৎকার হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভবানী মন্দির সংলগ্ন মামুন হলে। একই দিনে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে নাটোর সদরের সাহারা প্লাজার পাশে কানাইখালী মেইন রোডে, সাজেদুর রহমানের বাড়িতে।

৯ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাক্ষাৎকার হবে রাজশাহীর বড় বনগ্রামে খানকা শরীফ গেইট এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেসার্স রেজাউল স্টোর, কানসাট মিলিক মোড়ে।

১১ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে কুমিল্লার চৌদ্দগ্রাম সেন্টারে মার্সেল শোরুমের পিছনে, এবং একই দিনে বগুড়ার নারুলী কৃষি ফার্ম মসজিদের বিপরীতে অবস্থিত আকাশ ইলেকট্রিকে ও ফরিদপুরের ভাঙ্গায় কেএম কলেজ সংলগ্ন খান ভিলায়।

১২ অক্টোবর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সাক্ষাৎকার হবে নীলফামারীর কিশোরগঞ্জে, যমুনা ব্যাংকের নিচে চেয়ারম্যান ভবনে। আর ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে ঝিনাইদহের আরাপপুরে, দুঃখী মাহমুদ সড়কের মেঘনা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে হোল্ডিং নং ৩৮৮ নম্বর ভবনে।

সূত্র: আরটিভি নিউজ

Share This