শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">‘আমরা আওয়ামী লীগ হতে চাই না; আমরা মানুষ হতে চাই’</span> <span class="entry-subtitle">  লাকসাম বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় সাবেক এমপি আনোয়ার উল আজিম</span>

‘আমরা আওয়ামী লীগ হতে চাই না; আমরা মানুষ হতে চাই’ লাকসাম বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় সাবেক এমপি আনোয়ার উল আজিম

৪২ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল অবঃ এম আনোয়ারুল  আজিম বলেছেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আর এই স্বাধীনতাকে যথার্থ করার জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি। স্বাধীনতা এসেছে গনতন্ত্র নর্স্যাৎ করার জন্য নয়; গনতন্ত্র রক্ষার জন্য। দৌলতগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর, ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র। তাই এটাকে ধুলিস্মাৎ করতে আমরা কাউকে দেবনা। আমরা আওয়ামী লীগ হতে চাই না, আমরা মানুষ হতে চাই। আপনারা দল মত নির্বিশেষে এই দৌলতগঞ্জ বাজারের ব্যবসাকে উজ্জিবিত করুন। এটাই আপনাদের নিকট প্রত্যাশা। আপনারা নিজেরা নিজেদের মধ্যে কমিটি সৃষ্টি করুন। আমরা কোন পকেট কমিটি চাইনা। তারপর নিয়ম অনুযায়ী যা করতে হয় তা করুন। তিনি বলেন, আমাদের মাঝে এখনো ফেরাউনদের প্রেতাত্মা লুকিয়ে আছে, আমরা বাজার কমিটিতে সেই প্রেতাত্মাদের দেখতে চাইনা। কতো লাকসাম কতো বাত্তি এটাকে আমরা আবার প্রতিষ্ঠিত করবো।

            গত শুক্রবার বিকেলে লাকসাম পৌরসভা অডিটরিয়ামে দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অব. এম আনোয়ারুল উল আজিম এ কথাগুলো বলেন। বিএনপি নেতা গোলাম ফারুকের সভাপতিত্বে ও বিএনপি নেতা মনির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক নেতা ডঃ আলহাজ রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, ঢাকার বিশিষ্ট ব্যবসাী মোবারক উল্লাহ মজুমদার, দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু ইউসুফ ভুঁইয়া, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধর আয়াজ আলী চৌধুরী, মোতাহের হোসেন, জহিরুল হক ভূঁইয়া, রাসেল মজুমদার, আমিরুজ্জামান আমির, সাবেক এমপি গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম, সাইফুল ইসলাম হিরুর ভাতিজা তন্ময় ইসলাম, গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, মোঃ জসিম উদ্দিন, চাঁন মিয়া টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি মন্জুরুল আলম বাচ্চু প্রমুখ।          ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে সাবেক জাতীয় সংসদ সদস্য কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। স্বাধীন ও সাহসী সাংবাদিকতার সময় এসেছে। এখন থেকে সাদাকে সাদা, আর কালোকে কালো বলতে বাধা নেই।

            তিনি দেশ ও জাতির উন্নয়নে এবং সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

Share This