‘আমরা খুনের বদলা খুন চাই না’ -চৌদ্দগ্রামে ডাঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের


মোঃ আবদুল মন্নান\ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার ১৬ বছরে চৌদ্দগ্রামে খুনের রাজত্ব কায়েম করেছিল। তারা কথায় কথায় খুন, গুম, হামলা ও মামলা করে আসছিল। তারা জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে খুন করে শহিদ করেছে। আমরা খুনের বদলায় খুন চাইনা। গত শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা কেন্দ্রীয় ইদগাহ মাঠে শিবিরের ২১৮তম শহিদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহিদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল অনুষ্ঠান পরিচালনা করেন। ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে বিভিন্ন সময় যারা খুনের সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত, তাদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার করা হবে। তাদের কোনো ছাড় নেই। তারা চৌদ্দগ্রামটাকে একটা জাহান্নামে পরিণত করেছিল। শুধু চৌদ্দগ্রাম নয়; সারা দেশটাকে একটা জাহান্নামে পরিণত করেছিল। এখন সে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।