
আমেরিকায় ডকুমেন্টবিহীন অবৈধ প্রায় ৫ লাখ দম্পতির জন্য সুখবর!

২৪৯ Views
আমেরিকায় যে সকল মার্কিন নাগরিক ডকুমেন্টবিহীন স্বামী বা স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার চেষ্টা চলেছিল- এদের ব্যাপারে এখন প্রেসিডেন্ট জো বাইডেন তাদেরকে বৈধতা দেয়ার নতুন একটি নীতি ঘোষণা দিতে চলেছেন। যে সব দম্পতি যুক্তরাষ্ট্রে কমপক্ষে দশ বছর অবস্থান করছেন- আবার ১৭ই জুনের মধ্যে যারা বিয়ে করেছেন! শুধু তাদের ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য হবে। তারা বৈধভাবে সেখানে কাজ করার অনুমতিও পাবেন।
উল্লেখ্য, ২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত ডিফারড একশন ফর চাইল্ডহুড এরাইভ্যাল-এর পর এটাই হবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের জন্য দেয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এ ব্যাপারে হোয়াইট হাউস মনে করছেন যে, এতে উপকৃত হবেন কমপক্ষে ৫ লাখ দম্পতি এবং কোনো মার্কিনীকে বিয়ে করার পর জন্ম নেয়া সন্তান, যাদের বয়স ২১ বছরের নিচে। এর আগে জুনের শুরুতে অভিবাসন নীতি সহজ করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন বাইডেন। বলা বাহুল্য, আগামী ৫ই জুন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনষ্ঠিত হবে। তার আগে অভিবাসীকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে, মার্কিন নাগরিকদের প্রায় ১১ লাখ স্বামী–স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার যোগ হবে। তবে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের এমন পরিকল্পনা শেষ পর্যন্ত পাস হবে কিনা- তা নিয়ে দ্বিধা রয়েছে। কারণ এ বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক দ্বিদলীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল। কিন্তু তা রিপাবলিকানদের কারণে পাস করা সম্ভব হয়নি।