বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের  ব্যালট পেপারে আছে বাংলা ভাষাও

আমেরিকায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে আছে বাংলা ভাষাও

২০১ Views

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজি ছাড়াও আরো ৪টি ভাষা থাকছে। এর মধ্যে একটি হলো বাংলা ভাষা।
ভোটের আগের দিন সোমবার (৪ঠা নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় সেবা দেওয়া হবে। এশীয় ভাষা হিসেবে চীনা, কোরিয়ান ও বাংলা থাকবে। এ ছাড়া আরেকটি ভাষা থাকবে, তা হলো স্প্যানিশ।
‘As the United States gears up for its presidential election on November 5, New York City continues to embrace its identity as a linguistic and cultural mosaic, boasting over 200 languages spoken throughout the metropolis.
In a notable move to enhance voter accessibility, officials have included Bengali as the only Indian language featured on ballot papers, alongside English and three other languages include Chinese, Spanish, and Korean.’
আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, নিউইয়র্ক সিটি নির্দিষ্ট কিছু ভোটকেন্দ্রে বাংলায় ভোট গ্রহণ সামগ্রী সরবরাহ করতে বাধ্য। বাংলাভাষী ভোটারদের জন্য ভোটদান সহজ করতে এটি করা হয়।
মাইকেল জে রায়ান বলেন, আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ। তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। এটি ভোটকেন্দ্রে অত্যন্ত সহায়ক হবে তাদের জন্য। -উপরোক্ত ছবি সংগৃহীত

Share This