বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকার সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপঃ পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপঃ পররাষ্ট্রমন্ত্রী

৭১ Views

            ষ্টাফ রিপোর্টার\ আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা একটু বেশিই খারাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত শনিবার দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

            পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছি।

            বিএনপিকে জালিয়াত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, গত বছর ২৮শে অক্টোবর তারা (বিএনপি) জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিল। তারও আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল। আসলে দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মাঝেমধ্যে দেখি জি এম কাদেরের মাথাও খারাপ হয়ে যায়।

            হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে ও দেন দরবার করে নির্বাচন বন্ধ করতে পারেনি বিএনপি। নির্বাচন হয়েছে, ৪২ শতাংশ মানুষ ভোটও দিয়েছে।

            তিনি বলেন, নির্বাচন চমৎকার না হলে বিশ্বের ৮০টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। সর্বশেষ দু’দিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন। এ জন্য বিএনপির মাথা খারাপ।

            আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে ও মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

Share This

COMMENTS