আল আজহার মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি॥ গত ২৬শে ডিসেম্বর আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আল আজহার জামেয়া ইসলামিয়া বাংলাদেশ এর উদ্যোগে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাও. জহিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. মাও. খলিলুর রহমান আল মাদানী, অধ্যক্ষ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আজহার মাদরাসার একাডেমিক কমিটির চেয়ারম্যান এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সিরাজুল হক, ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ডা. মোঃ সফিকুর রহমান পাটোয়ারী, অধ্যক্ষ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা, ট্রাস্ট্রের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী আশ্রাফ খান, ট্রাস্টের সহ-সেক্রেটারী মুহা. মিজানুর রহমান, ট্রাস্টের সদস্য মাস্টার নুরুল হক, মুহা. ফজলুল হক, শেখ আহম্মদ ও ছাত্র অভিভাবক ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয় এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন (মেধা)’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ২৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তির সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী প্রমুখ।