বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল
৯৪ Views

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, “যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে সেটি স্থায়ী নাকি অস্থায়ী। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিগগিরই উঠিয়ে নেওয়া হবে—এমন কোনো ইঙ্গিত আমি দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক, আর ধর্ম পালনের সমান অধিকার সকলের রয়েছে।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে আসিফ নজরুল জানান, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে ভোটের পর এক মিনিটও ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হোক। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে নয় থেকে দশটি সংস্কার সম্পন্ন হয়েছে।”

এর আগে দুপুরে আসিফ নজরুল বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুনবাজারসংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন।

Share This