রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউনূসের আহ্বান: দুর্যোগপ্রবণ অঞ্চলে সাশ্রয়ী টেকসই ঘর

ইউনূসের আহ্বান: দুর্যোগপ্রবণ অঞ্চলে সাশ্রয়ী টেকসই ঘর
Views

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার জাতিসংঘের হ্যাবিট্যাট (UN-Habitat)-কে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করার জন্য, যাতে ঘনঘন বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসন সমাধান গড়ে তোলা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে জাতিসংঘ হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাখের সঙ্গে বৈঠকে ইউনূস এই আহ্বান জানান।

বৈঠকে দ্রুত নগরায়ন, আবর্জনা ব্যবস্থাপনা, মাইক্রোফাইন্যান্সভিত্তিক আবাসন সমাধান এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টেকসই আবাসন নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, “প্রতিবছর হাজারো ঘরবাড়ি বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে ধ্বংস হয়। আমাদের এখনই টেকসই ও সাশ্রয়ী আবাসনের সমাধান প্রয়োজন।”

তিনি উদ্ভাবনী নকশার প্রস্তাব দেন, যেমন—ঘরের ছাদকে এমনভাবে তৈরি করা যাতে বন্যার সময় তা নৌকার মতো ব্যবহার করা যায়। একই সঙ্গে তিনি নারীবান্ধব আবাসন নকশার উপরও গুরুত্ব আরোপ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই আবাসনের প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে। অধ্যাপক ইউনূস আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে UN-Habitat-কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

এছাড়া, ইউনূস বিশ্ব আবাসন ফোরামের আওতায় বার্ষিক এক বৈশ্বিক নকশা প্রতিযোগিতা চালুর প্রস্তাব দেন, যেখানে জলবায়ু সহনশীল ও সাশ্রয়ী আবাসনের উদ্ভাবনী মডেল তৈরি হবে। রসব্যাখ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।

তিনি আরও জানান, বাংলাদেশকে আগামী অক্টোবর মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য জিরো ওয়েস্ট ফোরাম এবং আজারবাইজানের বাকু শহরে আয়োজিত হতে যাওয়া পরবর্তী ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আবাসন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Share This

COMMENTS