শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন জমা

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন জমা
১০১ Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য এবার কমপক্ষে ১৪৭টি রাজনৈতিক দল আবেদন করেছে।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ায় এখন পর্যন্ত প্রাপ্ত আবেদনের সংখ্যা একীভূত করে চূড়ান্ত তথ্য ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে।

আবেদনের শেষ দিনে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশ (জেপিবি)সহ একাধিক দল ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেয়।

দলগুলোর নেতারা জানান, ইসির সব শর্ত পূরণ করেই তারা আবেদন করেছেন এবং আশা করছেন, তাদের দল নিবন্ধিত হবে। আবেদন জমা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, আমরা সব আইন পর্যালোচনা করেই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেছি। আমাদের প্রত্যাশা, কমিশন নিরপেক্ষভাবে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং এনসিপি কোনো বৈষম্যের শিকার হবে না।”

জেপিবি’র মহাসচিব শওকত মাহমুদ বলেন, “নিবন্ধনের শর্তগুলো অত্যন্ত কঠিন। আমরা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবিত সংশোধনী এখনো বাস্তবায়িত না হওয়ায় পুরোনো বিধিমালাই মেনেই আবেদন করেছি। আশা করি, আমরা নিবন্ধন পাব।”

উল্লেখ্য, নির্বাচনের আগে গত ১০ মার্চ নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। নির্ধারিত সময় ২০ এপ্রিলের মধ্যে ৬৫টি নতুন দল আবেদন করে। পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময়সীমার শেষ দিন ছিল আজ রোববার।

Share This

COMMENTS