মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে সরকারি ছুটি ৯ দিন

ঈদে সরকারি ছুটি ৯ দিন
১৬৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ সরকার নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করায় এবার পবিত্র ঈদুল ফিতর ঘিরে ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় সরকার। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। ঈদ উপলক্ষে আগেই টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার।

সেখানে ঈদের ছুটির পর ৩রা এপ্রিল (বৃহস্পতিবার) এক দিন অফিস খুলে আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনি) ছিল। তাই সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে ৩রা এপ্রিলও ছুটি দেয়ার জন্য দাবি উঠেছিল। ঈদ ঘিরে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘœ করতে উপদেষ্টা পরিষদের সভায় ৩রা এপ্রিলও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। এর ফলে এবার ২৮শে মার্চ থেকে আগামী ৫ই এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

            জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে।

Share This