বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়লো

এইচএসসির ব্যবহারিক  পরীক্ষার সময় বাড়লো
৪৪৭ Views

            ষ্টাফ রিপোর্টার॥ এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। গত রোববার (১লা অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            এতে বলা হয়, বিদ্যমান সময়সূচি অনুযায়ী- ২৬শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে।

            ৯ই অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বারলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

            উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ই আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম, কারিগরি ও মাদরাসা) পরীক্ষা শুরু হয় ২৭শে আগস্ট।

Share This