বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি, নতুন ভাড়া ১,৫০০ টাকা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি, নতুন ভাড়া ১,৫০০ টাকা
১৮ Views

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার পরিপত্রে অনুমোদন দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা শর্তসাপেক্ষে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা নির্ধারণ করা হলো। ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে।”

নতুন বাড়িভাড়া ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠানো হবে।

Share This

COMMENTS