
এমপিওভুক্ত হচ্ছেন আরও ১৪৮৭ শিক্ষক-কর্মচারী

ষ্টাফ রিপোর্টার\ বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৪ জন ও কলেজের ২৮৩ জন। এছাড়া ১ হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪১ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশির ৯ জন আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক সভায় উপস্থিত ছিলেন। এমপিও কমিটির সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বেসরকারি স্কুলের ১ হাজার ২০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ২৫, ঢাকার ৪৫০, খুলনার ২৩৭, ময়মনসিংহের ৮৬, রাজশাহীর ৬৯, রংপুরের ২২৮ এবং সিলেটের ৯ জন রয়েছেন। আর কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩, চট্টগ্রামের ৫, কুমিল্লার ১৩, ঢাকার ৩৪, খুলনার ১৪, ময়মনসিংহের ৫৩, রাজশাহীর ৫৫, রংপুরের ৪২ এবং সিলেট অঞ্চলের ১৪ জন রয়েছেন।
মাউশি সূত্র জানায়, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তাদের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ২ মাস পরপর মাউশিতে এমপিও কমিটির সভা হয়। এর আগে সর্বশেষ ১২ই জানুয়ারি ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছিল।
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।