মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এসির তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি রাখতে হবে, পরিপত্র জারি

এসির তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি রাখতে হবে, পরিপত্র জারি

৪৫ Views

সব সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপর রাখার অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 রোববার এক পরিপত্রে এই অনুরোধ করা হয়েছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসন্ন পবিত্র রমজান ও গরমের মৌসুমে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপর রাখার জন্য অনুরোধের কথা জানিয়েছিলেন। এ অনুরোধ উপেক্ষা করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন কিংবা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সেদিন বলেছিলেন তিনি।

এখন মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানাল। পরিপত্রে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে ব্যবহৃত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে। এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে। সে জন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে। শীতাতপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব।

Share This