শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুশফিকুর

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুশফিকুর

কাতারে অনুষ্ঠিত তিজান আন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। সে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।

এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান। শুধু ৯-১৩ বছর বয়সী শিশুদের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটি আয়োজন করে আল-জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।

গত বছর মুশফিকুর রহমান ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

Share This