কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুশফিকুর
১৩৬ Views
কাতারে অনুষ্ঠিত তিজান আন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। সে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।
এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান। শুধু ৯-১৩ বছর বয়সী শিশুদের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটি আয়োজন করে আল-জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।
গত বছর মুশফিকুর রহমান ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।