বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

৭৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শনিবার (২১শে সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কৃষ্ণপুর বিশ্বরোডের হোটেল আল তাজেজ এর সামনে থেকে আটক করা হয়েছে।

            বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা গ্রামের হাবিবুর রহমানের পুত্র শরীফুল ইসলাম (২৭), একই গ্রামের মৃত সুন্দর আলির পুত্র মো. হোসেন (৩৮), জিতু চন্দ্র শীলের পুত্র রঞ্জিত চন্দ্র শীল (২৫), মৃত ফলজু মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (৪০), আনন্দপুর গ্রামের মো: রফিকুল ইসলামের পুত্র মো. নজরুল ইসলাম (৩৮), জঙ্গলবাড়ীর আ: মালেকের পুত্র মো. সাইফুল আজম সুমন (৪০), খাড়েরা গ্রামের মো: আজিজ মিয়ার পুত্র মো. ইকবাল হোসেন (৩৬)। এ সময় পুলিশ একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে।

            ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই উক্যমং রাখাইন সঙ্গীয় এএসআই নাছের আহম্মদ, এএসআই মো. আরমান হোসেনসহ কনষ্টেবলরা শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কৃষ্ণপুর বিশ্বরোডের হোটেল আল তাজেজ এর সামনে অভিযান চালায়। এ সময় একটি সবুজ রঙের রেজিঃ নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা সহকারে আটক করেন। পরে সিএনজি অটোরিক্সা তল্লাশি চালিয়ে পিছনের সিটের উপর হতে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩০ কেজি গুড়া গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।  ঘটনায় এসআই (নিঃ)/ উক্যমং রাখাইন বাদী হইয়া কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

            এ বিষয়ে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন- মহাসড়কের কুমিল্লা আড়াইওরা এলাকার কৃষ্ণপুর বিশ^রোডের হোটেল আল তাজেজ এর সামনে থেকে ৩০ কেজি গাঁজা ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন- আমি নতুন যোগদান করেছি। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share This