শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ২ জন গ্রেফতার

কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ২ জন গ্রেফতার
১০৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা টিম।

            জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সালকে (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়।

            গ্রেফতারকৃত মোঃ ফয়সাল সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

            অপরদিকে শনিবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-এরশাদ মিয়া, গ্রামঃ দিলালপুর, থানাঃ মুরাদনগর।

            এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

            জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল  ও মোঃ আরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share This