রবিবার, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গলা কেটে হত্যা

কুমিল্লায় সেচ্ছাসেবক দলের যুগ্ম  আহ্বায়ককে গলা কেটে হত্যা
২৫৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার (৭ই আগস্ট) দুপুরে বরুড়া উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

            স্থানীয়রা জানান, যুবদল নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বসেছিলেন কামাল হোসেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে কামাল হোসেনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে গলার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়। মারাত্মক আহত হন কামাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share This

COMMENTS