বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ২৬ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লায় ২৬ লাখ টাকার  ভারতীয় আতশবাজি জব্দ
১৬৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

            লেফটেন্যান্ট কর্নেল মীর আলী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার ভেতরে বানাশুয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪ হাজার ২৪৭ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

            তিনি আরো বলেন, ‘জব্দ করা আতশবাজিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে এসব মালামাল কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Share This

COMMENTS