শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৮০০ বোতল ফেনসিডিলসহ  ২ ব্যক্তিকে আটক করলেন শিক্ষার্থীরা

কুমিল্লায় ৮০০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে আটক করলেন শিক্ষার্থীরা

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় ৮০০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছেন শিক্ষার্থীরা। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট-সংলগ্ন টিপরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

            বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম জানান, কয়েক দিনের মতো আজও শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। সকালে ঢাকামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গতি রোধ করতে বলেন শিক্ষার্থীরা। এ সময় চালক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকেন। এতে সন্দেহ হওয়ায় শিক্ষার্থীরা দৌড়ে অটোরিকশার গতি রোধ করেন।

            অটোরিকশার ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন শিক্ষার্থীরা। ফেনসিডিল বহনকারী এনায়েত ও ইকবাল হোসেন নামের আটক ২ জনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন তাঁরা।

Share This

COMMENTS