কুমিল্লায় ৮ শতাধিক পূজা মন্ডপে ৪০৯ টন চাল অনুদান প্রদান


ষ্টাফ রিপোর্টার\ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লার সকল পূজা মন্ডপে সরকারিভাবে ৪০৯ মে. টন চাল অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সমানভাবে ৫০০ কেজি চাল অনুদান হিসেবে সরবরাহ করা হয়েছে, যা পূজা উদযাপনে সরকারের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয় জানিয়েছে, ইতোমধ্যে কুমিল্লা মহানগরীসহ জেলার সকল উপজেলায় বরাদ্দকৃত চাল পৌঁছে দেয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় পূজা মন্ডপের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের অনুদানের ওই চাল উপজেলা পর্যায়ের কমিটি উত্তোলনের সুযোগ নেই, প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে অনুদানের ওই খাদ্য শস্য উত্তোলন করতে হবে।
পূজা মন্ডপের নেতৃবৃন্দও এই সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারের তরফ থেকে ৫শ’ কেজি চাল প্রদান বড় কথা নয়; এতে অসাম্প্রায়িক দেশ চেতনার প্রতিফলন।
কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, সরকার প্রতি বছরের ন্যায় এবারও প্রতি পূজা মন্ডপে ৫শ’ কেজি করে চাল অনুদান দিয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রতিটি উপজেলায় আমরা পূজা মন্ডপ অনুযায়ী বরাদ্দ পৌঁছে দিয়েছে। ইতোমধ্যে পূজা মন্ডপ কমিটির সাথে সভা করে সেগুলো বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা এবারও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা করছি।