শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সার্ভেয়ারদের অবস্থান কর্মসূচি

২২৬ Views

            ষ্টাফ রিপোর্টার\ কর্মবিরতি দিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সার্ভে ডিপ্লোমাধারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন গত বুধবার (২রা অক্টোবর) তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘স্বাধীন সোনার বাংলায়; বৈষম্যের ঠাঁই নাই, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না, আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’- ইত্যাদি ¯েøাগান দিতে শোনা যায়।

            জানা গেছে, বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বুধবার সকাল থেকে অর্ধবেলা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে। এতে অংশ নেন, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার সার্ভেয়ার ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ, সেটেলমেন্ট সার্ভার সমিতির কুমিল্লা জেলা সভাপতি আব্দুল খালেক, সেটেলমেন্ট সার্ভের সমিতির সেক্রেটারি হেলাল উদ্দিন, বরুড়া উপজেলা সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সার্ভেয়ার মিজানুর রহমানসহ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কবির আহমেদ বলেন, সার্ভে ডিপ্লোমাধারীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। যেই সরকারই আসুক- তারা এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। আমরা তিন দিন অর্ধবেলা কর্মবিরতি দিয়ে বোঝাতে চেয়েছি, আমরা কতটা গুরুত্বপূর্ণ কাজ করি। সরকার জানে, সড়ক, এলজিআরডি, বিদেশি প্রকল্পসহ সব কাজেই সার্ভে ডিপ্লোমাধারীদের ব্যবহার করা হয়। অথচ অধিকারের প্রশ্নে তাদের দূরে রাখা হয়। এমন অযৌক্তিক বৈষম্যমূলক আচরণ মেনে নেয়া যায় না।

            তিনি বলেন, আমাদের এই আন্দোলন দীর্ঘ দিনের। অনেকে বলবে, আমরা নতুন সরকারের কাছে দাবি করছি। বিষয়টি তা নয়। আমাদের দাবি আদায়ের পূর্বেই মাঠে ছিলাম। সামনের দিনে যদি দিনব্যাপী কর্মবিরতি ঘোষণা করা হয়, আমরা তাও পালন করতে প্রস্তুত। তাই আমাদের দাবি একটিই সার্ভে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডে উন্নতিকরণ এবং অতি দ্রæত বাস্তবায়ন।

Share This