রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা টমছমব্রীজ এলাকা থেকে আন্ত:জেলা  ছিনতাইকারীর চক্রের ৩ সদস্য গ্রেফতার

কুমিল্লা টমছমব্রীজ এলাকা থেকে আন্ত:জেলা ছিনতাইকারীর চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৯ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়।  গত সোমবার (২৪শে ফেব্রæয়ারি) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছমব্রীজ কমার্স কলেজের সামনে থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল­াহ। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা নগরীর শাকতলা এলাকার জেরু মিয়ার পুত্র রাজিব (২৫), একই এলাকার আবু সাঈদের পুত্র রিয়াদ ওরফে পাখি (২২), মহিউদ্দিনের পুত্র আল আমিন (৩০)।

            ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ই জানুয়ারি বিকালে মোঃ আবুল হাসেম (৪৫) জীবিকার তাগিদে তার অটোরিকশাটি নিয়ে বের হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পায়। তার পরিবার গত ১৮ই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখতে পায় মোঃ আবুল হাসেম (৪৫) লালমাই থানার ১নং বাগমারা উত্তর ইউপিস্থ কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের ব্রিজের পূর্ব পাশে জমিতে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পড়ে রয়েছে।

            স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৯শে জানুয়ারি মোঃ আবুল হাসেম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিআইতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ছিনতাইকারীরা মোঃ আবুল হাসেমের (৪৫) সাথে থাকা একটি অটোরিকশা মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখা ও লালমাই থানার একটি চৌকস টিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি মোবাইল ফোনটি শনাক্ত করে এবং সোমবার রাতে সদর দক্ষিণ থানাধীন টমছম ব্রিজ কমার্স কলেজের সামনে হতে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ওসি আব্দুল­াহ বলেন- অটোরিক্সা চালককে মারধর করে তার মোবাইল অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী রিয়াদ ওরফে পাখির নিকট হতে মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে মোঃ রাজিব (২৫) ও আল আমিনের (৩০) দেয়া তথ্যমতে মিশুক গাড়ীটি চৌদ্দগ্রাম থানার গোবিন্দপুর বাজারে আমির হোসেনের গ্যারেজ হতে উদ্ধার পূর্বক জব্দ করা  হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Share This

COMMENTS