বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুমন, সদস্যসচিব আশিকুর রহমান

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  সুমন, সদস্যসচিব আশিকুর রহমান
১৪১ Views

          

  ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্যসচিব করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

            গত রোববার (২রা ফেব্রæয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন ১নং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর এবং সদস্য হিসেবে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

            এর আগে ২০২২ সালের ৩০শে মে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

            গত ২রা জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত  করা হয়। আহবায়ক কমিটি ২ বছর ৭ মাসেও উপজেলা সম্মেলনগুলো করতে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয় বলে দলীয় সূত্র জানায়।

            কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবঘোষিত কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলা হবে। এতে দলের ত্যাগী, পরীক্ষিত নেতারা স্থান পাবেন। দলীয় গঠনতন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে শক্তিশালী করা হবে। কুমিল্লা বিএনপির দুর্গ। এই কমিটির প্রথম কাজ হবে উপজেলা সম্মেলন করা। দীর্ঘদিন উপজেলা সম্মেলন হয়নি।

Share This