রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফুটওভার  ব্রীজের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফুটওভার ব্রীজের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

৬১ Views

            নিজস্ব প্রতিনিধি\  ফুটওভার ব্রিজের দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় ১ ঘণ্টা অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। গত রোববার সকাল সাড়ে ১১টায় লাকসাম-মনোহরগঞ্জ দু’উপজেলা সীমান্তের খিলা বাজার ও খিলা স্কুলের সামনে বিভিন্ন স্কুল মাদরাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

            খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও খিলা বাজার এলাকায় অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান ওই শিক্ষার্থীরা। খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণ উদ্যোগ স্কুল-কলেজের পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ একই এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন।

            শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের দু’পাশেই রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। গত কয়েক দিন আগে সড়ক পার হতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে সে কুমিল্লা হাসপাতালে আছে। এর আগেও সড়ক পার হওয়াকালে চার/পাঁচজন শিক্ষার্থী আহত হয়। এ দু’টি বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে। যাতায়াতে দুর্ঘটনার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে। এ স্থানটিতে দুর্ঘটনা এড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন। এজন্য দ্রæত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

            স্বল্প সময়ের মাঝে খিলা বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।

            মানববন্ধনে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ নূর আহমেদ বাবর, সদস্য আসিফ ইকবাল ফারুক, অধ্যাপক গোলাপ হোসেন, প্রধান শিক্ষক মুনির আহমদ, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ লায়লা নূর, সমাজসেবী জহিরুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।

            একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, খিলা উচ্চ বিদ্যালয় এসএমসি সদস্য মুজাহিদুল আমিন সোহেল, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, মাইনুদ্দিন চিশতী, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক উৎপল চন্দ্র সাহা, কোহিনুর বেগম, মুহা. আবুল খায়ের, মোহাম্মদ এনায়েত উল্লাহ, সুমিতা রানী সাহা, নিলুফা আখতার, সহকারী শিক্ষক মোঃ আব্বাস আলী,  মোঃ ফখরুল ইসলাম, সৈয়দ মোঃ শরীফ হোসেন মোঃ আবু তালেব, মোর্শিদা আক্তার, মোঃ দেলোয়ার হোসাইনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী।

Share This