কুমিল্লা বিশ্বরোডে কাভার্ড ভ্যান চাপায় প্রাইভেট কার যাত্রী একই পরিবারের ৪ জন নিহত


ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২২শে আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ইউর্টান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেট কার চালক আবুল হাশেম ইউটার্ন এলাকায় ঢাকামুখী পথে প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি চাপা পড়ে ঘটনাস্থলেই ভেতরে থাকা ৪ যাত্রী নিহত হয়। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরো ৩ জন আহত হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।
হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের সবাই একই পরিবারের। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।