রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা আগামী ১২ই আগস্ট

কুমিল্লা বোর্ডের স্থগিত এইচএসসি  পরীক্ষা আগামী ১২ই আগস্ট
২২ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসির একটি পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। বন্যার কারণে গত ১০ই জুলাইয়ের ওই পরীক্ষা স্থগিত রাখা হয়। গত রোববার (২০শে জুলাই) বিকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

            শিক্ষাবোর্ড সূত্র জানায়, চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলা প্লাবিত হতে থাকে। তার মধ্যে ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বন্যার পরিস্থিতি অবনতি হতে থাকলে গত ১০ই জুলাইয়ের পদার্থবিজ্ঞান (তত্ত¡ীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়। রোববার স্থগিত হওয়া সেসব বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ড।

            কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ই আগস্ট সকাল ১০টায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণের আহŸান জানানো হয়েছে।

Share This