বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে উত্তরপত্র নিরীক্ষনে জিপিএ—৫ পেয়েছে ২৩ জন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে উত্তরপত্র  নিরীক্ষনে জিপিএ—৫ পেয়েছে ২৩ জন
৩১৬ Views

            ষ্টাফ রিপোর্টার\ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ—৫ পেয়েছেন ২৩ জন শিক্ষার্থী। ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ১০৮ জন।

            গত রোববার (১৬ই নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুননিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

            বোর্ড সূত্র জানায়, এ বছর পুননিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। পুননিরীক্ষণের করা হয়েছে ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র। এর মধ্যে ২ হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়। নম্বর আপগ্রেড হয়েছে ২ হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর। ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ—৫ বেড়েছে ২৩টি।

            কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুননিরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের পর রোববার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Share This