কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দু’গ্রæপের সংঘর্ষের ঘটনায় ২৪ জন গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রæপের সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত ও আবরারসহ ২৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার (২০শে অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ ও কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। গত রোববার (১৯শে অক্টোবর) দুপুরে সংঘর্ষের পর পুলিশ ও র্যাব নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের তর্কাতর্কি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। পরে দুপুরের দিকে সিফাত তার বহিরাগত বন্ধুদের নিয়ে কলেজে আসে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজে এক তরুণ হাতে রামদা নিয়ে দৌড়াচ্ছে এবং আরেকজনের হাতে পিস্তল দেখা গেছে। ভিডিওতে অস্ত্রধারী ওই তরুণ সিফাত ছিল।
ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এতে ৬৩ জনকে আসামি করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই অভিযান শুরু হয়। রাতভর অভিযান চালিয়ে মূলহোতাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। র্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।
