মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে মাদক মামলায় ২ ভাই গ্রেফতার

৬৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণে পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

            গ্রেফতারকৃতরা হলেন- পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ভাটপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শীর্ষ মাদক কারবারি সাইফুল (৪০) এবং তার বড় ভাই এক বছর ছয় মাসের কারাদন্ডপ্রাপ্ত সাইদ হোসেন (৫১)। এরআগে তাদেরকে গ্রেফতার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার তাদের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

            সদর দক্ষিণ মডেল থানার এসআই ইমাম উদ্দিন বলেন, ভাটপাড়া এলাকায় শীর্ষ ২ মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি। তারা মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের এপার ওপারে অবস্থান করার কারণে গ্রেফতার করা কঠিন ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করা হয়।

Share This

COMMENTS