রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে  বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আন্তঃ পিকনিক, বিদায়ী শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

            গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়  ও কলেজের সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার পদ্ধতির উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা মাধ্যমিক  কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন, উপজেলা  শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।

            অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়  কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাশ।

            ড. বদিউল আলম মজুমদার বক্তব্যে বলেন, আমরা ভাল মানুষ হলে আমাদের দেশ ভাল হবে। এ প্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ইচ্ছা করলে সব কিছু করতে পারা যায়। লেখাপড়ায় মনযোগী হতে হবে। পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা থাকতে হবে। তোমরা সকলে ভাল ফলাফল করলে এ প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে।

            মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রথমে তোমাদের মা-বাবার কথা শুনতে হবে। মা-বাবাকে সম্মান করলে জীবনে তুমি উন্নতি লাভ করতে পারবে। শিষ্টাচার হতে হবে। শিক্ষকদের সাথে কখনও আচরণ খারাপ করবে না। পড়ালেখায় মনযোগ দিতে হবে। শিক্ষিত হলে চলবেনা সু-শিক্ষিত হতে হবে।

            দিনব্যাপী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ, নাচ, নাটক ও আবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বকুল রানী নন্দী।

Share This

COMMENTS