মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন : জামায়াত আমির

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন : জামায়াত আমির
১৪ Views

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতির সময় শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটই হবে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন। যদি গণভোট না হয়, তাহলে কোনো নির্বাচনই কার্যকর বা অর্থবহ হবে না। আমাদের অবস্থান পরিষ্কার—গণভোট আগে, নির্বাচন পরে। না হলে এ নির্বাচনের কোনো মূল্যই থাকবে না।”

তিনি বলেন, “আজ দেশে যেখানেই মানুষ যায়, সেখানে অবিচার আর অন্যায়ের শিকার হয়। এই পরিস্থিতি আর কেউ দেখতে চায় না—আমরাও না। তাই আমরা সবাই মিলে দেশটাকে বদলাতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ দিলে, যার যা দায়িত্ব থাকবে, তা ন্যায় ও সততার সঙ্গে পালন করব।”

জামায়াত আমির জানান, “আমাদের নির্বাচনী মেনিফেস্টোতে এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তবে আমরা এখনই কোনো প্রতিশ্রুতি দিতে চাই না—আমাদের ঘোষণাপত্র প্রকাশের আগে কিছুই উন্মোচন করব না। আমরা জাতিকে মিথ্যা আশ্বাস দিতে বিশ্বাসী নই।”

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো—সমাজে কোনো অনিয়ম, বৈষম্য বা দুর্নীতি থাকবে না। দুর্নীতিই সকল অন্যায়ের মূল। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবাজদের উপস্থিতির কারণে জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রত্যেক মানুষ আজ নিগৃহীত ও বঞ্চিত।”

তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আপসহীনভাবে চলবে, জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে।” একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা সাধারণ নাগরিক—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।”

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি এমনভাবে বিস্তৃত হয়েছে যে, এখন কোনো সৎ কর্মকর্তা পাওয়া বিরল। পাকিস্তান আমলে যদি কেউ ঘুষখোর হতো, পুরো জেলা জানত সে দুর্নীতিবাজ। এখন উল্টো—যদি কেউ সৎ হয়, সবাই অবাক হয়। এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক ও জাতির জন্য বিপজ্জনক।”

তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর দুর্নীতির গ্রাসে নিমজ্জিত। কোথাও সুবিচার নেই, মানুষ সর্বত্র অবিচারের শিকার। এই অবস্থায় দেশ ও জাতিকে নতুনভাবে গড়তে হবে, অন্যথায় ভবিষ্যৎ অন্ধকার।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ডা. শফিকুর রহমান শনিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

Share This

COMMENTS