রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গোমতির বাঁধ থেকে অবৈধ মাটি  কাটার ভেকু ও ট্রাক আটক

গোমতির বাঁধ থেকে অবৈধ মাটি কাটার ভেকু ও ট্রাক আটক

১১ Views

            ষ্টাফ রিপোর্টার\ গোমতী নদীর চর ও বাধ থেকে অবৈধ মাটি কাটার সময় বেশ কয়েকটি ট্রাক ও ট্রাক্টর আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গোমতী তীরের স্থানীয় ছাত্ররা। পরে খবর পেয়ে সেখানে গিয়ে ভ্যেকু,  ট্রাক ও ট্রাক্টরগুলো জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনী।

            জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই গোমতী নদীর চর এবং বাঁধ থেকে অবাধে মাটি কেটে আসছিল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছিল না তাদের।  বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে বার বার খবর প্রকাশিত হলেও দৌরাত্ম কমেনি মাটি ব্যবসায়িদের। রাতের আঁধারে মাটি কেটে উজাড় করা হচ্ছে নদীর চর। এরই প্রেক্ষিতে গত শনিবার রাতে অবৈধভাবে মাটি কাটার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরসহ শিক্ষার্থীরা গোমতীর পাড়ে দু’টি ভ্যেকু, দু’টি ট্রাক্টর ও ৩টি ড্রাম ট্রাক আটক করে। তাৎক্ষণিক খবর শুনে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। আটক ট্রাক, ট্রাক্টর ও ভ্যেকু জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

            বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদ বলেন, এই দেশে একটি ৫ই আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছে। আমরা চাইবো আজকের মতো অভিযান চলমান থাকবে, প্রশাসন তার সুদৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠিত করবে। আমরা প্রশাসনের সদিচ্ছা দেখতে চাই।

            এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, এই গোমতিকে বাঁচাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা এই কুমিল্লায় হবে না। উল্লেখ্য, গত শুক্রবার বৈষম্য বিরোধী আন্দোলন মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার উপর একদল মাটিখেকো আক্রমণ করে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

Share This

COMMENTS