রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
২০ Views

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া বাসার দারোয়ানের হাতে এক ছাত্রী মারধরের ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এই ধারা আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে সেখানে সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ওই এলাকায় পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে চলাচল করতে পারবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This