বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে অটোরিকশাচালক হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

৬০ Views

            নিজস্ব প্রতিনিধি॥ নোয়াখালীর চাটখিলে সিএনজিচালিত অটোরিকশাচালক চাঁন মিয়া হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেন।

            গতকাল মঙ্গলবার (১৪ই জানুয়ারি) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক জেলা জজ মো. আহসান তারেক শুনানি শেষে এ রায় দেন। রায়ের সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। অপর ১১ আসামি পলাতক।

            আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ই নভেম্বর সকাল ৮টার দিকে চাটখিল উপজেলার নাহারখিল আব্দুল পাটোয়ারী বাড়ি থেকে নিজের অটোরিকশা নিয়ে বের হন চাঁন মিয়া। সেদিন তিনি বাড়ি ফেরেননি। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কুমিল্লা সীমান্ত এলাকার একটি বাড়ির পাশে লাশ পাওয়া যায়। লাশের গলা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর অটোরিকশাটি ছিনতাই হয়েছিল।

            এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূর জাহান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেন।

            আদালত সূত্রে আরও জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। যার মধ্যে আসামি রুবেল ও নাজিম দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। এরই মধ্যে এক আসামি মৃত্যুবরণ করেন। অপর ১২ আসামি আদালতে হাজির হয়ে জামিনে গিয়ে পালিয়ে যান। রায় ঘোষনাকালে আসামি সোহেল রানার উপস্থিতিতে অভিযুক্ত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডও অর্থদন্ড দেন বিচারক।

            বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর আসামি সোহেল রানাকে কারাগারে প্রেরণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share This