সোমবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদরাসা পরিচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চাটখিলে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদরাসা  পরিচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
৬৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে সাখাওয়াত উল্লাহ (৩৮) নামে এক মাদরাসা পরিচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

            এ ঘটনায় গত শনিবার (২৮শে জুন) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

            মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসার আবাসিক হোস্টেলে থেকে ওই মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৪শে জুন রাতে ওই ছাত্রীকে কৌশলে অন্য ছাত্রীদের কাছ থেকে আলাদা করে ডেকে নেন মাদরাসা পরিচালক সাখাওয়াত উল্লাহ। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

            পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই শিক্ষার্থীকে হুমকি দেয় মাদরাসার ওই পরিচালক। পরদিন সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি অন্য শিক্ষকদের জানালে আশপাশের লোকজনও এটি অবহিত হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার রাতে ওই পরিচালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় ভর্তি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

            এদিকে, শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামি নোয়াখালী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুস্থ হলে পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Share This